মানবপাচার নিয়ে চড়া সুর র্যাব ডিজির
প্রকাশিতঃ 6:06 pm | June 08, 2020

বিশেষ সংবাদদাতা, কালের আলো :
ক্রমশ বেপরোয়া হয়ে উঠেছে মানব পাচারকারীরা। মূলত দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এবং জনসচেতনতা তৈরি না হওয়ায় মানব পাচারচক্রের লাগাম টেনে ধরা সম্ভব হচ্ছে না। তবে লিবিয়ায় ২৬ নিরীহ বাংলাদেশীর প্রাণহানির পর মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
লিবিয়ার ঘটনার পরপরই র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন মানবপাচারকারী চক্রের মূল হোতা হাজী কামাল। যিনি গত ১০ মাসে অন্তত ৪০০ লোককে বিদেশে পাচার করে দিয়েছেন। চিহ্নিত এসব চক্রকে কোন রকম ছাড় দেওয়া হবে না বলে এবার নিজের সুর চড়া করেছেন এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
সোমবার (৮ জুন) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাবের নিজস্ব একটি অ্যাপস উদ্বোধন ও করোনায় মারা যাওয়া চার সাংবাদিকের পরিবারকে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘লিবিয়ায় যে ঘটনাটি ঘটেছে তা মর্মান্তিক। আমরা ইতোমধ্যে এর মূলহোতাকে গ্রেফতার করেছি। আমরা কাউকে ছাড় দেবো না। এই মুহূর্তেও আমাদের অভিযান চলছে।’
জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অটুট রয়েছে জানিয়ে র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা স্বাভাবিক সময়ে যেসব কার্যক্রম করে থাকি করোনাকালেও তা করছি। আমাদের বাহিনীর সদস্যরা এই সময়ে মাদক, জঙ্গি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্রমাগতভাবে কাজ করে যাচ্ছে।’
গণমাধ্যমকর্মীদের প্রতি নিজের হৃদয় গ্রোথিত আবেগ-ভালোবাসাও উচ্চারিত হয় র্যাব ডিজি’র কন্ঠে। নিভৃতচারী আবহের র্যাবের এ সর্বোচ্চ কর্মকর্তা বলেন, ‘কেউ এভাবে স্বজন হারাক তা আমরা চাই না। আমাদের যাতে এমন অনুষ্ঠান আর করতে না হয় সেটাই চাই। আমরা অন্য কোনও অনুষ্ঠান করে মিলিত হবো। এমন অনুষ্ঠান করতে চাই না। আমরা সাংবাদিকদের পাশে থাকবো।’
করোনা চিকিৎসায় র্যাব একটি মডেল দাঁড় করিয়েছে বলে অনুষ্ঠানে জানান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার। তিনি বলেন, ‘সারাদেশে যাতে হাসপাতালে চাপ না বাড়ে সেজন্য কিছু উদ্যোগ নিয়েছে।
দেশের কমিউনিটি সেন্টার ভাড়া করে আমরা আক্রান্তদের চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতাল করেছি। সেখানে রোগীরা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। সেখানে অক্সিজেনসহ সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।’

র্যাব সংশ্লিষ্ট সূত্র জানায়, র্যাবের করোনা আক্রান্ত সদস্যের চিকিৎসা মনিটরিংয়ের জন্য তৈরি অ্যাপ্লিকেশন সফটওয়্যার উদ্বোধন এবং র্যাবের পক্ষ থেকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে (ক্র্যাব) চিকিৎসা সামাগ্রী দেওয়া ও করোনায় আত্মউৎসর্গ করা সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহায়তায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
র্যাব জানায়, ‘র্যাব করোনা আপডেট’ নামে অ্যাপটির মাধ্যমে বাহিনীটিতে কর্মরত কতজন সদস্য করোনায় আক্রান্ত ও আক্রান্ত সদস্যদের সব আপডেট জানা যাবে। এর ফলে আক্রান্ত সদস্যদের চিকিৎসা ব্যবস্থাসহ সার্বিক নজরদারি সহজ হবে।
করোনা মোকাবিলায় র্যাবের নেওয়া পদক্ষেপ বেশ কার্যকর উল্লেখ করে অন্যদেরকেও এ পদ্ধতি অনুসরণের আহবান জানান র্যাব ডিজি।
অনুষ্ঠানে ক্র্যাবকে দু’টি অত্যাধুনিক অক্সিজেন কনসেন্টেটর উপহার দেয় র্যাব। যাতে করোনা আক্রান্ত ক্রাইম রিপোর্টাররা প্রয়োজনের সময় দ্রুত অক্সিজেন পায়।
ক্রাইম রিপোর্টারদের জন্য মেডিক্যাল সামগ্রী উপহার দেওয়ার জন্য র্যাবকে ধন্যবাদ জানান ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়শেন অব বাংলাদেশের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু।
এই অনুষ্ঠানে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. ক. সারোয়ার বিন কাশেমসহ র্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/এসডি/এমএম