মার্কিন তরুণীকে ধর্ষণের অভিযোগ পাকিস্তানি মন্ত্রীর বিরুদ্ধে, হাত তোলেন প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 9:04 am | June 07, 2020

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

পাকিস্তানের মন্ত্রীর হাতে ধর্ষণের শিকার হয়েছিলেন মার্কিন এক তরুণী। ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ঐ তরুণীর অভিযোগ জানান, ২০১১ সালে পাকিস্তানের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর রহমান মালিক তাকে ধর্ষণ করেন। শুধু তাই নয়, সেই সময় ক্ষমতাসীন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তার গায়ে হাত তোলেন।

এসব অভিযোগ করা মার্কিন তরুণী সিন্থিয়া ডি রিচি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে বলেন, ‘২০১১ সালে পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রহমান মালিক আমাকে ধর্ষণ করেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আরো একবার বলছি, রহমান মালিক আমাকে ধর্ষণ করেছেন।’

২০০৯ সালে পর্যটক হিসেবে প্রথম পাকিস্তানে পা রাখেন সিন্থিয়া। সম্প্রতি এক পাকিস্তানি নাগরিকের সঙ্গে বাগদান হয়েছে তার। হবু স্বামীই তাকে সত্য ঘটনা সামনে আনতে উৎসাহ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বর্তমানে ইসলামাবাদে বসবাস করছেন সিন্থিয়া। সেখানে চিত্রনির্মাতা ও লেখক হিসেবে কাজ করেন তিনি। ইংরেজির পাশাপাশি উর্দু এবং পাঞ্জাবিও বলতে পারেন।

সূত্র: ইন্ডিয়া টুডে, পাকিস্তানি নিউজ চ্যানেল এআরওয়াই