অভ্যন্তরীণ চার রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান

প্রকাশিতঃ 7:56 pm | May 31, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বন্ধ রাখা হয়েছিল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল ধরনের ফ্লাইট। তবে সরকারি সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চালু হচ্ছে অভ্যন্তরীণ চারটি রুটে ফ্লাইট।

বিমান সূত্রে জানা গেছে, অভ্যন্তরীন চারটি রুটে সিলেটে ২টি, চট্টগ্রামে ২টি ও সৈয়দপুরে তিনটি ফ্লাইট পরিচালনা করবে প্রতিদিন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোক্কাবির হোসেন বলেন, যাত্রীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সব নিয়ম যথাযথ ভাবে মানা হবে।

তিনি জানান, তিনটি রুটের টিকিট পাওয়া যাবে মোবাইল এ্যাপে ও ওবেসাইটে। তাছাড়া কেউ চাইলে ট্যাপ এজেন্ট ও বিমানের সেল্স সেন্টারে গিয়েও টিকিট সংগ্রহ করতে পারেন।

কালের আলো/এনএল/এমএইচএ