খালেদাকে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

প্রকাশিতঃ 5:39 pm | May 17, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি ও ভুয়া জন্মদিন পালনের করার অভিযোগে দায়ের করা মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলা দুটির পরবর্তী শুনানির জন্য ৫ জুলাই দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার মুক্তিযোদ্ধাদের কটূক্তি মামলাটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবীব এবং ভুয়া জন্মদিন পালন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুরশীদ আলম শুনানি শেষে এ আদেশ দেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদাকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল চেয়ে দুদক ও রাষ্ট্রপক্ষের করা আবেদন আপিল বিভাগে খারিজ হয়ে যাওয়ার একদিন পরই বিচারিক আদালত থেকে এই আদেশ এলো।

এদিন খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জামিন শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ‘‘খালেদা জিয়ার দুই মামলার জামিন দেয়ার আদেশের জন্য দিন ধার্য আছে। খালেদা জিয়া চার মাস ধরে কারাগারে আটক রয়েছেন। সব কিছু বিবেচনায় আমরা খালেদা জিয়ার জামিন চাই।’’

অপরদিকে খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, ‘‘দুই মামলায়ই খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাটি এখনও কার্যকর করা হয়নি। আগে পরোয়ানা কার্যকর করা হোক, এর পর জামিন শুনানি নির্দেশ দেয়ার আবেদন করছি।’’

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আদেশ দেন।

এর আগে গত ২৫ এপ্রিল দুই মামলায় মাসুদ আহমেদ তালুকদার কারাগারে থাকা খালেদা জিয়াকে আদালতে হাজির করে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুসহ জামিন শুনানির আবেদন করলে বিচারক প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুসহ জামিন শুনানির আদেশের জন্য আজকের দিন ধার্য করেন।

২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ঢাকা মহানগর হাকিম আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে ১৫ আগস্ট ভুয়া জম্মদিন পালন করার অভিযোগে মামলাটি দায়ের করেন।

২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি করার অভিযোগে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে মামলা দায়ের করেন।

কালের আলো/এমএস