ময়মনসিংহে ৪০ মাদক বিক্রেতার সাজা
প্রকাশিতঃ 8:29 pm | May 07, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের চার জেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ মাদক বিক্রেতাকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৪) সদস্যরা। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
সোমবার (০৭ মে) বিকেলে র্যাব-১৪ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-১৪ এর উপ অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, র্যাব-১৪ এর আওতাধীন ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় রোববার রাতভর অভিযান চালিয়ে ৪০ মাদক বিক্রেতাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।
মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান শেখ নাজমুল আরেফিন।
কালের আলো/এইচএস