ময়মনসিংহে রাতের আঁধারে আ.লীগ নেতার পুকুরে বিষ প্রয়োগ

প্রকাশিতঃ 5:15 pm | May 07, 2018

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা:

ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম সরকারের পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে তারই আপন চাচাতো ভাই আব্দুল মজিদ সরকারের বিরুদ্ধে।

রোববার গভীর রাতে উপজেলার রামাগোপালপুর ইউনিয়নের চরধূরুয়া গ্রামে সালামের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে মাছ নিধনের অভিযোগ অস্বীকার করেছেন মজিদের পরিবারের লোকজন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুস সালাম রামগোপালপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সালামের সঙ্গে বিরোধ চলছিল চাচাতো ভাই মজিদের সাথে। বিরোধের জের কিছুদিন আগে মজিদ পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলার হুমকি দেন সালামকে। এরপর গত সোমবার সকালে প্রতিবেশীরা সালামের পুকুরে শত শত মরা মাছ ভেসে থাকতে দেখে।

আব্দুস সালাম বলেন, “এক বছর আগে আমি ৩০ হাজার খরচ করে পুকুরে রুই, কাতলা, মৃগেল, সিলভারসহ বিভিন্ন প্রজাতির পোনা ছাড়ি। কিন্তু পুকুরের জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল মজিদ ও তার ছেলে ওয়াসিত বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে। আমি এ ঘটনা বিচার চাই।”

এ বিষয়ে কথা বলার জন্য সোমবার দুপুরে আব্দুল মজিদের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে আব্দুল মজিদের মেয়ে আকলিমা জানান, পুকুরে বিষ দেয়ার সাথে আমার বাবা ও ভাই জড়িত নয়। পূর্ব শত্রুতার জের ধরে মাছ নিধনের ঘটনায় আমার পরিবারের লোকজনকে জড়ানো হচ্ছে। তদন্ত করলেই সত্য ঘটনা বেরিয়ে আসবে।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহমদ বলেন, “সোমবার বিকেল ৪টা পর্যন্ত পর্যন্ত মাছ নিধনে ঘটনায় থানায় অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।”

 

কালের আলো/এসএস