শুক্রবার সন্ধ্যায় আসছে এমপি বাদলের মরদেহ, দাফন শনিবার
প্রকাশিতঃ 9:37 am | November 08, 2019

কালের আলো ডেস্ক:
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একাংশের সভাপতি ও চট্টগ্রাম-৮ (চাঁদগাও-বোয়ালখালী) আসনের তিনবারে সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা মইন উদ্দীন খান বাদলের মরদেহ শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় আসার কথা রয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৬৭ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা বেশ কিছুদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
তার মৃত্যুত শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল।
দুই বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে মঈন উদ্দীন খান বাদল অসুস্থ ছিলেন। পাশাপাশি তার হৃদরোগেরও সমস্যা ছিল।
গত ১৮ অক্টোবর নিয়মিত চেকআপের জন্য নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।
মইন উদ্দীন খান বাদল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি জাসদের একাংশের কার্যকরী সভাপতি ছিলেন। তিনি ২০০৮, ও ২০১৪ ও ২০১৮ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
কালের আলো/এডিবি
নভেম্বর ৮, ২০১৯