ময়মনসিংহে শাওন’র হত্যাকারীদের বিচারের স্মারকলিপি প্রদান

প্রকাশিতঃ 7:39 pm | April 08, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আলরাফী শাওন এর হত্যাকারীদের বিচারের দাবীতে জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখা।

রোববার দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) সুবাস চন্দ্র বিশ্বাসের হাতে এ স্মারকলিপি তুলে দেয়া হয়।

এসময় ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, নিহত শাওনের পিতা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল হাসান রকিবসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বারকলিপি প্রদানের পূর্বে বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি রকিবুল হাসান রকিবের নেতৃত্বে শাওন হত্যার বিচারের দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারী মধ্যরাতে ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ সংলগ্ন এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আলরাফী শাওনকে খুব কাছ থেকে গুলি করে সন্ত্রাসীরা। পরে গুরুতর আহত অবস্থায় শাওনের সহপাঠিরা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষন (আইসিইউ)তে ভর্তি করে। অবস্থার অবনতি দেখা দিলে পরের দিন রাজধানীর ইবনেসিনা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১১দিন চিকিৎসাধীন থাকার পর গত মাসের ৮ তারিখ দুপুরে মারা যান শাওন।

নিহত শাওন জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান জেলা আ’মীলীগ প্রস্তাবিত কমিটির যুগ্ন সম্পাদক আঃ কদ্দুসের ছেলে।

 

কালের আলো/ওএইচ