রাষ্ট্রের স্বার্থ রক্ষায় সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে র্যাব : র্যাব ডিজি
প্রকাশিতঃ 5:59 pm | September 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
রাষ্ট্রের স্বার্থ রক্ষায় সরকারের সিদ্ধান্ত র্যাব বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।
তিনি বলেছেন, শুধু ক্যাসিনো নয় অপরাধমূলক যেকোনো কর্মকাণ্ড অর্থাৎ রাষ্ট্রের স্বার্থ রক্ষার্থে সরকার যখন যে সিদ্ধান্ত নেবে তা বাস্তবায়ন করবে র্যাব।
এসময় তিনি দেশে আতঙ্ক বা গুজব না ছড়ানোর জন্যে সকলের প্রতি আহবান জানান।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, ক্যাসিনো বা কোনোকিছু নিয়ে দেশে আতঙ্ক বা গুজব ছড়ানো যাবে না। অভিযানে কেউ ধরা পড়ার সঙ্গে সঙ্গে ভিডিও বা ছবি তুলে প্রচার করা হয় সে বিষয়টি বিবেচনায় নিতে হবে। তদন্তে দোষী প্রমাণিত না হওয়ার আগে কারও সঙ্গে এমন হলে সেই ব্যক্তি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভায় যোগ দেন বেনজীর আহমেদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন- শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকউল্লাহ খান।
প্রধান অতিথি ছিলেন- ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি ও মুখ্য আলোকচক ছিলেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
আলোচনা সভা শেষে সেখান থেকে বেনজীর আহমেদ জেলা পুলিশের মাদক ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে অংশ নেন।
কালের আলো/এনএন/এমআর