মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর প্রামাণ্যচিত্র দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত : এইচ টি ইমাম
প্রকাশিতঃ 4:17 pm | September 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্য ও তথ্যচিত্র ভবিষ্যত প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অনুকরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বিমান বাহিনী শাহীন হলে মুক্তিযুদ্ধের উপর নির্মিত বিমানবাহিনীর প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইচ টি ইমাম এ মন্তব্য করেন।
এসময় তিনি বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এবং বিমান বাহিনীর সদস্যসহ মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর সদস্যদের অসামান্য অবদানের উপর নির্মিত তথ্যনির্ভর এই প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগকে সাধুবাদ জানান এবং বাংলাদেশ বিমান বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও তিনি প্রামাণ্য চিত্রের প্রিমিয়ার শো প্রত্যক্ষ করেন এবং এর ভূয়সী প্রসংশা করেন।
এর আগে তিনি অনুষ্ঠান স্থলে পৌঁছালে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত তাকে স্বাগত জানান।

বিমান বাহিনী প্রধান তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ এবং বিমান বাহিনীর যে সকল অকুতোভয় বীর সেনানী অসামন্য অবদান রেখেছেন তাদেরকে বিশেষভাবে স্মরণ করেন।
যে সকল বরেণ্য মুক্তিযোদ্ধা ও কিলোফ্লাইটের অকুতোভয় সদস্যবৃন্দ প্রামাণ্যচিত্রে সাক্ষাতকার প্রদান করছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর এমপি, বিমান সদরের প্রিন্সিপাল ষ্টাফ অফিসার, কিলোফ্লাইটের বীরযোদ্ধা এবং প্রামাণ্যচিত্র নির্মাণের সাথে জড়িত কলা-কুশলীসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রামাণ্যচিত্র দুইটি বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপণায় নির্মিত হয়েছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়।

কালের আলো/এনআর/এমএম