দখল-তদবির সহ্য করা হবে না, ছাত্রলীগ ও যুবলীগকে স্থানীয় সরকারমন্ত্রী

প্রকাশিতঃ 5:50 pm | September 21, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, দখল-তদবির সহ্য করা হবে না। অন্যায়কারীদের সঙ্গে সরকারের আপসের সুযোগ নেই।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্নীতিকে ওয়াশ-আউট করে বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধ দেশে পরিণত করা হবে বলেও জানান মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেন, বিএনপি দেশে অন্যায়-অত্যাচার-সন্ত্রাস-নৈরাজ্য ও দুর্নীতির বিষবৃক্ষ তৈরি করেছিল।’

ক্যাসিনো চালানোর অভিযোগে আটক হওয়া যুবলীগ নেতা গোলাম কিবরিয়া (জি কে) শামীমকে বিএনপির সৃষ্টি বলেও মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, ক্যাসিনোর শামীম বিএনপির সৃষ্টি। যতই যুবলীগে যোগদান করেন, আপনাকে ক্ষমা করা হবে না। যুবলীগের বিরুদ্ধে যে অভিযান চলছে তা জেলা ও উপজেলা পর্যায়েও চলানো হবে।

মন্ত্রী বলেন, জীবিকা নির্বাহের জন্য সততার ভিত্তিতে ব্যবসা-বাণিজ্য করতে হবে। সরকারের উন্নয়ন সহযোগিতার জন্য পৌরমেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, মেম্বার, দলীয় নেতাকর্মী ও জনগণের সমন্বয়ে কাজ করলে আগামী দিনগুলোতে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। সে জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না।

এলজিআরডি মন্ত্রী বলেন, যারাই দলবিরোধী ও অনৈতিক কাজে লিপ্ত হয়েছে- তাদের সাজা ভোগ করতে হয়েছে। দলীয় পদ পেয়ে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ক্ষমতা অপব্যবহারকারী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি দেন তিনি।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, জনগণের স্বার্থে আরও নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার করতে হবে। কারণ প্রশাসনের কর্মকর্তারা এ দেশেরই নাগরিক। কারো ফাইল আটকিয়ে টাকা নিলে এটা সহ্য করা হবে না। জনগণের সেবা করার মানসিকতা তৈরি করুন।

এলজিআরডি মন্ত্রী আরও বলেন, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। দারিদ্রের হার কমিয়ে মাথাপিছু আয় বাড়ানোর লক্ষ্যেও কাজ করছে বর্তমান সরকার। অল্প কিছু সময়ের মধ্যে এ দেশের মানুষকে দারিদ্র্যমুক্ত করা হবে। সরকারের এ আমলেই শতভাগ উন্নয়ন পৌঁছে যাবে সবার ঘরে ঘরে। দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নেও বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।

পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে যৌথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইউনুস ভূইঁয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হীরাসহ অনেকে।

কালের আলো/এনআর/এনএল