বগি লাইনচ্যুত, ময়মনসিংহের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিতঃ 1:36 pm | September 17, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহ শহরের কেওয়াটখালী রেলক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পরে ময়মনসিংহের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৭ ) সোয়া ১১টার দিকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেললাইনের পরীক্ষক প্রকৌশলী আজিজুল হক জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি শহর থেকে তিন কিলোমিটার দূরে শহরে কেওয়াটখালী এলাকায় পৌঁছায়। এসময় বিকট শব্দে ট্রেনের একটি বগির লাইনচ্যুত হয়।

খবর পেয়ে ময়মনসিংহ থেকে উদ্ধরকারী দল ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শুরু করে।

বেলা ১১টা ৫৫ মিনিটে উদ্ধার কাজ শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল শুরু হবে বলে জানান রেলের ওই কর্মকর্তা।

কালের আলো/এনএম/এআর