সিআইডির প্রধান হলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন
প্রকাশিতঃ 7:10 pm | August 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
আরও পড়ুন: ডিএমপি নতুন কমিশনার শফিকুল ইসলাম
তিনি এর আগে পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সিআইডির বর্তমান প্রধান মোহাম্মদ শফিকুল ইসলামকে ডিএমপি কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে দুজনকে। তারা হলেন বিশেষ শাখার উপ-পুলিশ মহাপরিদর্শক মাহবুব হোসেন ও বিশ্বাস আফজাল হোসেন।
কালের আলো/বিআর /এনএল