ডেঙ্গুতে প্রাণ গেল স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীর

প্রকাশিতঃ 2:15 pm | July 30, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ফারজানা হোসেন (৪৫) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার(৩০ জুলাই) দিনগত রাত পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ফারজানা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মিরপুর শাখার ভাইস প্রিন্সিপাল ছিলেন। তার স্বামী ডা. নুরুল আমিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনিক্স ইউনিটের উপপরিচালক (উপসচিব)। রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, ফারজানা ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন। সোমবারই তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসিইউতে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লিটন হাওলাদার নামে আরও এক ডেঙ্গু রোগী মারা গেছেন।

এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে নয়জন মারা গেলেন; যার মধ্যে ছয়জনই নারী।

কালের আলো/এআর/এমএম