তেজগাঁও বিভাগের নতুন ডিসি আনিসুর রহমান

প্রকাশিতঃ 10:26 pm | July 23, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগে নতুন উপ-কমিশনার (ডিসি) হিসেবে যোগদান করেছেন মো. আনিসুর রহমান।

মঙ্গলবার(২৩ জুলাই) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে যোগদান করেন।

গত ১৪ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (পিআইও-১) থেকে ডিএমপির ডিসি হিসেবে বদলি করা হয়।

আনিসুর রহমান ২০০১ সালে বাংলাদেশ পুলিশে যোগাদন করেন। তিনি যশোর, নারায়ণগঞ্জ, নোয়াখালী ও শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

একই আদেশে ডিএমপির অপারেশনসের ডিসি মো. সাহেদ আল মাসুদকে ট্রাফিক-পূর্ব বিভাগের ডিসি, এস্টেটের ডিসি মোস্তাক আহমেদকে মিরপুর বিভাগের ডিসি, ডিসি আসমা সিদ্দিকা মিলিকে এস্টেটের ডিসি এবং পিএসএন্ডআইআই’র ডিসি মো. জসীম উদ্দীন মোল্লাকে ট্রাফিক-পশ্চিম বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

কালের আলো/এআর/এমএম