দুদক পরিচালক বাছির গ্রেফতার
প্রকাশিতঃ 11:30 pm | July 22, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঘুষ কেলেঙ্কারির ঘটনায় দুদকের বরখাস্ত কর্মকর্তা এনামুল বাছিরকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২২ জুলাই) রাত সোয়া ১০টার দিকে মিরপুরের দারুস সালাম এলাকা থেকে দুদকের একটি দল তাকে গ্রেফতার করেছে।
বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, ‘খন্দকার এনামুল বাসিরকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। রাতে তাকে রমনা থানায় রাখা হবে।’
এর আগে বাছিরকে গ্রেফতারে দুদকের এনফোর্সমেন্ট টিম রাজধানীর শাজাহানপুর ও আজিমপুরে তিন দফা অভিযান চালায়।
৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় বাছিরসহ পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে গত ১৬ জুলাই মামলা দায়ের করা হয়। ফরেনসিক পরীক্ষায় ঘুষ লেনদেন নিয়ে তাদের কথোপকথনের অডিও’র সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এরপরই সাময়িক বরখাস্ত করা হয় বাছিরকে।
কালের আলো/এআর/এমএম