এরশাদের মৃত্যুতে স্পিকার-ডেপুটি স্পিকারের শোক

প্রকাশিতঃ 12:41 pm | July 14, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১৪ জু্লাই) জাতীয় সংসদ থেকে পাঠানো এক শোক বার্তায় স্পিকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া শোক প্রকাশ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

প্রসঙ্গত, বার্ধক্যজনিত কারণে হুসেইন মুহাম্মদ এরশাদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৭ টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন।

কালের আলো/এআর/এনএল