বিদেশেও বিইউপি’র শিক্ষার্থীরা প্রতিভার স্বাক্ষর রাখছে : উপাচার্য
প্রকাশিতঃ 5:07 pm | June 26, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) বয়সে নবীন হলেও শিক্ষক ও শিক্ষার্থীরা দেশ ও বিদেশে নিয়মিত প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে বলে মন্তব্য করেছেন উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী।
তিনি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটানা তৃতীয় মেয়াদে ক্ষমতাসীন হওয়ায় শিক্ষাসহ সার্বিক ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রয়েছে। শিক্ষার উন্নয়নের ধারাবাহিকতার প্রভাব বিইউপিতেও পরিলক্ষিত হচ্ছে।
বুধবার(২৬ জুন) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ১১তম বার্ষিক সিনেট সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সভায় সিনেট চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন দিক নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।
পরে বিইউপির ট্রেজারার এয়ার কমডোর মুহাম্মদ বেলাল, ২০১৮-২০১৯ অর্থবছরের সংশোধিত বাজেট ৯৮ কোটি ৮৯ লক্ষ টাকা ও ২০১৯-২০২০ অর্থবছরের ১০৬ কোটি ৬৩ লক্ষ টাকার বাজেট উপস্থাপন করেন।

সিনেট সদস্যরা উপাচার্যের ভাষণ ও ট্রেজারার এর বক্তৃতার ওপর আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করেন।
এছাড়াও, সিনেট সভায় বিইউপির ১১তম বার্ষিক প্রতিবেদন (জুলাই ২০১৮-জুন ২০১৯) পেশ করেন পাবলিক রিলেশন ইনফরমেশন অ্যান্ড পাবলিকেশন্স অফিসের চিফ এয়ার কমডোর মোঃ আমিনুল ইসলাম এবং সর্বসম্মতিক্রমে সদস্যরা এই প্রতিবেদনটি অনুমোদন করেন।

বাজেটে সমাবর্তন, বই, জার্নাল ও ডকুমেন্ট ক্রয়, জার্নাল প্রকাশনা, ছাত্র-ছাত্রীদের মেধাবৃত্তি প্রদান, কারিকুলামের আধুনিকায়ন, কম্পিউটার সামগ্রী ও বই অনুদান, গবেষণা ব্যয়, মৌলিক গ্রন্থ প্রকাশনা, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণসহ একাডেমিক উন্নয়নে ব্যয় বরাদ্দের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
সিনেট সভায় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য এইচ.এন আশিকুর রহমান, সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম (বীর উত্তম) এবং বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড: এম আবুল কাশেম মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন।
কালের আলো/এনএল/এমএম