মুক্তাগাছায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালকসহ নিহত ২

প্রকাশিতঃ 3:41 pm | June 26, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।

নিহতরা হলেন, কিশোরগঞ্জ সদরের মহর উদ্দিনের ছেলে আম ব্যাপারী পাভেল (৪৫) এবং ট্রাকের চালক কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাজী গোলাম মোস্তফার ছেলে রুহুল আমিন (৪২)।

বুধবার (২৬ জুন) সকালে উপজেলার কালিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা মালবোঝাই একটি ট্রাক ময়মনসিংহে যাওয়ার পরে কালিবাড়ী এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।

পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আলী মাহমুদ।

কালের আলো/এআর/এমএম