জাতিসংঘ সদর দপ্তর সফর শেষে দেশে ফিরলেন নৌবাহিনী প্রধান
প্রকাশিতঃ 8:33 pm | June 19, 2019

কালের আলো ডেস্ক:
জাতিসংঘের সদর দপ্তর সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।
বুধবার (১৯ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনী প্রধানের দেশে ফেরার খবরটি জানানো হয়।
এদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর মোহাম্মদ মুসা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।
এ সফরে নৌপ্রধান জাতিসংঘ সদর দপ্তরের সহকারী মহাসচিব ও সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল কার্লস এইচ লয়েটি এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়াও তিনি জাতিসংঘ সদর দপ্তরের অধীন শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিভাগের প্রধান জিন পিয়েরে লেক্রোইস্ক ও অপারেশনাল কার্যক্রমে সহায়তা প্রদানকারী বিভাগের প্রধান অতুল খেরের সঙ্গেও সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
জাতিসংঘ সদর দপ্তর, নিউইয়র্ক সফরের উদ্দেশ্যে ৫ জুন ২০১৯ ঢাকা ত্যাগ করেন নৌপ্রধান।
কালের আলো/এআর/এমএম