প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মেয়াদ বাড়ল ৩ বছর
প্রকাশিতঃ 9:38 pm | May 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়েছে।
আগামী ১৮ জুন থেকে তিন বছরের জন্য ইহসানুলের চুক্তির মেয়াদ বাড়িয়ে মঙ্গলবার(২৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
২০১৫ সালের ১৫ জুন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম এক বছরের জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ পান। সচিব পদমর্যাদা দেয়া হয় তাকে। এরপর ২০১৬ সালের ১৬ জুন তার চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়।
ইহসানুল করিম রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
কালের আলো/আরএম/এএ