আত্মপ্রকাশ করছে বাম দলগুলোর নতুন জোট

প্রকাশিতঃ 8:52 am | October 05, 2025

কালের আলো রিপোর্ট:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে নানামুখী রাজনৈতিক হিসাব-নিকাশ। ছোট বড় রাজনৈতিক দলগুলো কে কোন দিকে ঝুঁকবে তা নিয়ে চলছে সমীকরণ। জোটের রাজনীতি চাঙ্গা হয়ে উঠেছে। এক্ষেত্রে পিছিয়ে থাকছে না বাম দলগুলোও। তাঁরা নিজেরাই আলাদা জোট করে মাঠে নামার প্রক্রিয়া শুরু করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই অক্টোবরেই বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর নেতৃত্বে বামপন্থি দলগুলো নতুন একটি বৃহত্তর নির্বাচনী জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

সূত্র জানায়, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃত্বাধীন বামগণতান্ত্রিক জোটের বাইরে থাকা সমমনা দলগুলোকে জোটে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার আগেই বৃহত্তর এই জোটের ঘোষণা আসতে পারে। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এরই মধ্যে তাঁরা জোরালো প্রস্তুতিও শুরু করেছে। ৩০০ আসনেই তারা প্রার্থী দিতে দেবে। নির্বাচনে বড় দলগুলোর সঙ্গে সমঝোতা নিয়ে তাদের মধ্যে বেশ কিছু মতপার্থক্য রয়েছে। ফলে এই বাম দলগুলো এখন থেকেই তাদের নির্বাচনী কৌশল সাজিয়ে নিচ্ছে।

  • আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পথে করণীয় নিয়ে জোটে বিস্তারিত আলোচনা করছি
    বজলুর রশিদ ফিরোজ
    সমন্বয়ক
    বাম গণতান্ত্রিক জোট

জানা যায়, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃত্বাধীন এই জোটে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ছাড়াও বাংলাদেশ জাসদ, গণফোরাম, ঐক্য ন্যাপ এবং ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার দলগুলোকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আলোচনায় এগোচ্ছে নেতারা। জোট গঠনের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনাও ইতোমধ্যেই শুরু হয়েছে।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ বলেন, ‘আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পথে কী করণীয়, তা নিয়ে জোটে বিস্তারিত আলোচনা করছি। নতুন জোট শুধু নির্বাচনের জন্য নয়, ভবিষ্যতের রাজনৈতিক সংকট ও জনস্বার্থ সংশ্লিষ্ট আন্দোলন-সংগ্রামের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রাখবে।’

জোটের বাইরে থাকা গণতান্ত্রিক ও প্রগতিশীল দলগুলো-গণতন্ত্র মঞ্চ নিয়েও আলোচনা চলছে। বিশেষত, দীর্ঘদিন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চকে বৃহত্তর জোটে অন্তর্ভুক্ত করা যায় কি না, তা নিয়ে ভাবনা চলছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি নতুন জোট গঠনের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। অক্টোবরের মধ্যেই বিষয়টি স্পষ্ট হবে।’

দলীয় নেতারা আশা করছেন, নতুন জোট গঠনের মাধ্যমে বাম, গণতান্ত্রিক ও প্রগতিশীল দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে পারবে। এতে নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবে এবং দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে জোটটি মাঠে কার্যকর ভূমিকা রাখতে পারবে। সূত্র জানায়, চলতি অক্টোবরের মধ্যে নতুন নির্বাচনী জোটের চূড়ান্ত রূপরেখা প্রকাশ পেতে পারে, যা বামপন্থি রাজনৈতিক মহলে নির্বাচনী কৌশল ও ভবিষ্যৎ রাজনীতি উভয় ক্ষেত্রেই নতুন মাত্রা যোগ করবে।

  • আলোচনার মাধ্যমে একটি নতুন জোট গঠনের সম্ভাবনা যাচাই করা হচ্ছে
    সাইফুল হক
    সাধারণ সম্পাদক
    বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

জানতে চাইলে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা বাম, গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর একটি বৃহত্তর নির্বাচনী জোট গঠনের চিন্তা-ভাবনা করছি। আমরা সিপিবি-বাসদের বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে আলোচনা করেছি। এর বাইরে গণফোরাম আছে, ঐক্য ন্যাপ আছে-তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। সবাই মিলে একটা জোট গঠন করা হবে। এই উদ্যোগ অনেক দূর এগিয়েছে। আশা করছি শিগগিরই একটি নতুন জোট আত্মপ্রকাশ করবে। চলতি অক্টোবর মাসের মধ্যেই নতুন জোট গঠন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।’

কালের আলো/আরআই/এসআইপি