সমাবেশ ঘিরে নেতাকর্মীদের নিরাপত্তা ও সচেতনতার বার্তা দিচ্ছে জামায়াত

প্রকাশিতঃ 6:12 pm | July 18, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতে ইসলামী ঘোষিত জাতীয় সমাবেশ। শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশ ঘিরে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো নেতাকর্মী রাজধানীমুখী হচ্ছেন।

এরই মধ্যে গ্রামে-গঞ্জে প্রস্তুতি চলছে পুরোদমে। দীর্ঘ যাত্রা, প্রতিকূল আবহাওয়া, নিরাপত্তা ও নানা বাস্তবতা বিবেচনায় দলটির কেন্দ্রীয় পর্যায় থেকে মাঠপর্যায়ের কর্মীদের জন্য কিছু সতর্কতা ও করণীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে শুক্রবার বেলা ৩টার দিকে সমাবেশস্থল ঘুরে দেখেছেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। তারা নেতাকর্মীদের ব্যক্তিগত প্রস্তুতির ওপর জোর দিয়ে জানিয়েছেন, এই সমাবেশ শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং একটি বৃহৎ জাতীয় প্রয়াস। যা সফল করার জন্য প্রয়োজন ধৈর্য, শৃঙ্খলা ও সচেতনতা।

জামায়াত নেতারা জানিয়েছেন, যাত্রাপথে প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে খেজুরসহ কিছু শুকনো খাবার, বিশুদ্ধ পানির বোতল, টিস্যু, জায়নামাজ, অতিরিক্ত একটি পোশাক, ব্রাশ বা মিসওয়াক, আইডি কার্ড এবং সম্ভব হলে একটি পাওয়ার ব্যাংক।

নেতারা জানান, যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার প্রস্তুতি থাকা জরুরি। আবার নগরের মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট সেবা কখনো কখনো বিঘ্নিত হতে পারে। এমন সম্ভাবনার কথা মাথায় রেখে পূর্বেই মোবাইলে রিচার্জ করে রাখা এবং নগদ কিছু অর্থ সঙ্গে রাখার উপদেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনার একটি হলো- যে যানবাহনে ঢাকায় আসা হবে, তার নম্বর, চালকের নাম্বার এবং গ্রুপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম-ঠিকানা কাগজে লিখে মানিব্যাগে সংরক্ষণ করা। নিরাপত্তার বিষয়েও জোর নির্দেশনা দিয়েছে জামায়াত নেতারা।

নির্দেশনায় বলা হয়েছে, নগরের অচেনা পরিবেশে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। অর্থ, মোবাইল, ব্যাগ ইত্যাদি সর্বদা নিজের তত্ত্বাবধানে রাখতে হবে। সমাবেশস্থলে কিংবা তার আশপাশে গমনাগমনের সময় অবশ্যই নিজ গ্রুপের সঙ্গে থাকতে হবে। এ বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

ঢাকায় আগত নেতাকর্মীদের সুবিধার্থে শহরে বসবাসরত পরিচিতদের নাম ও ফোন নম্বর আগেভাগে কাগজে লিখে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অপ্রত্যাশিত কোনো পরিস্থিতির জন্য সঙ্গে ছাতা বা রেইনকোট রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

জামায়াত নেতারা সমাবেশকে কেন্দ্র করে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। বলা হয়েছে, যেকোনো পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা অনুসরণ করাই হবে মঙ্গলের।

একইসঙ্গে সবার প্রতি বার্তা ‘এই সমাবেশ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশে’, তাই ভ্রাতৃত্ব, সহনশীলতা ও ধৈর্য বজায় রেখে অংশগ্রহণ করুন।’

 

কালের আলো/এএএন