গোপালগঞ্জে আরও ৯০ জন গ্রেপ্তার
প্রকাশিতঃ 5:18 pm | July 18, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরসহ অন্যান্য অভিযোগে আরও ৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানি থেকে গত রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে সমকালকে জানান গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোহাম্মদ আব্দুল বাছেদ।
তিনি বলেন, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতা তৈরির ঘটনায় গতকাল কাশিয়ানি থানায় করা সন্ত্রাস দমন আইনের মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। মুকসুদপুরে বআরও ৬৬ জনকে গত রাতে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৩৬ জনকে সদর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের মধ্যে ২০ জন কাশিয়ানির মামলায় গ্রেপ্তার করা হয়। ১০ জন সন্ত্রাস দমন আইনের পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়া সদর থানার মামলায় এ পর্যন্ত ৪৫ জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান।
কালের আলো/এসএকে