প্রধানমন্ত্রীর চোখের অস্ত্রোপচার সম্পন্ন

প্রকাশিতঃ 10:26 pm | May 05, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

লন্ডনের মরফিল্ড চক্ষু হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ মে) তার চোখে অস্ত্রোপচার করা হয়।

রবিবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, প্রধানমন্ত্রীর চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

প্রধানমন্ত্রী লন্ডনে দলীয় কোনও কর্মসূচিতে অংশ নেবেন কিনা জানতে চাইলে ফারুক বলেন, ‘প্রধানমন্ত্রী সময় দিলে অনুষ্ঠান হবে।’

কালের আলো/ওএ/এমএইচএ