কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ, শিশুসন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ

প্রকাশিতঃ 2:23 pm | July 10, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় কয়েল জ্বালানোর সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন।

বুধবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- মো. রিপন (৪০), তার স্ত্রী ইতি আক্তার (৩৫) ও তাদের মেয়ে রাফিয়া (৪)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা তাসলিমা মনি বলেন, যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের খাদেমুল কুরআন মহিলা মাদরাসা গলির ছয়তলা ভবনের নিচতলায় মশার কয়েল জ্বালানোর সময় গ্যাসলাইন লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তিনজনই দগ্ধ হন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, যাত্রাবাড়ী থেকে মেয়েসহ দগ্ধ এক দম্পতি এসেছেন। তাদের মধ্যে রিপনের শরীরের ৭০ শতাংশ, তার স্ত্রী ইতি আক্তারের ৪৫ শরীরের শতাংশ ও তাদের মেয়ে রাফিয়ার শরীরে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।

কালের আলো/এসএকে