টিকটকে পরিচয়, ভিডিও ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক ও অর্থ আদায়
প্রকাশিতঃ 4:17 pm | July 08, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
টিকটক ও ইমোতে পরিচয়ের সূত্র ধরে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন এক ব্যক্তি। পরে ভিডিও কলে কথা বলার সময় গোপনে স্ক্রিন রেকর্ড করে রাখতেন তাদের অন্তরঙ্গ মুহূর্ত। এসব ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন ও অর্থ আদায় করতেন তিনি।
এভাবে একাধিক নারীকে প্রতারণার ফাঁদে ফেলে আসছিলেন শোয়াইব (৪১) নামে এক ব্যক্তি। তাকে রাজধানীর শাহজাহানপুরের মালিবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার রাতে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) মালিবাগের ৮৭, ডিআইটি রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সোমবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান।
সিআইডির তথ্য অনুযায়ী, এক নারীর সঙ্গে টিকটকে পরিচয় হয় শোয়াইবের। পরিচয়ের পর ইমোতে তাদের নিয়মিত কথাবার্তা হতো। একপর্যায়ে ভিডিও কলে ওই নারীকে কৌশলে অন্তরঙ্গ অবস্থায় আনার চেষ্টা করেন তিনি। পরে স্ক্রিন রেকর্ড করে রাখেন এসব মুহূর্ত।
পরবর্তীতে এসব ভিডিও দেখিয়ে ভয়ভীতি দেখান শোয়াইব। প্রথমে গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই নারীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা আদায় করেন।
আরও টাকা দাবি করলে এবং ভুক্তভোগী তা দিতে অস্বীকৃতি জানালে, ইমো অ্যাপে ছড়িয়ে দেন তার ব্যক্তিগত ছবি ও ভিডিও। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ওই নারী। পরে তিনি রাজধানীর রামপুরা থানায় একটি মামলা করেন।
মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় শোয়াইবকে। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের মনকি চর (মোহাব্বত আলী পাড়া) গ্রামের বশির আহামদের ছেলে।
সিআইডি জানিয়েছে, তার বিরুদ্ধে মামলার তদন্ত চলছে। এছাড়াও আরও কেউ এই চক্রের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিতদের সঙ্গে সম্পর্ক তৈরি এবং ব্যক্তিগত ছবি বা ভিডিও আদান-প্রদানে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
কালের আলো/এএএন