খাদ্যপণ্য ও অস্ত্র কেনায় যুক্তরাষ্ট্র গুরুত্ব পাবে : বাণিজ্য সচিব

প্রকাশিতঃ 2:30 pm | July 08, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সরকারিভাবে খাদ্যপণ্য এবং অস্ত্র কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গুরুত্ব পাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এ কথা বলেন তিনি।

সচিব বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে গম, সয়াবিন, এয়ারক্রাফটসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সে অনুযায়ী বাংলাদেশ আরও বোয়িং বিমান কিনবে, তুলা আমদানি আরও বাড়াবে, সরকারিভাবে খাদ্যপণ্য, অস্ত্র কেনার ক্ষেত্রেও গুরুত্ব পাবে যুক্তরাষ্ট্র। এসব বিষয়ে ছাড় দিতে বা মেনে নিতে বাধা নেই।

মাহবুবুর রহমান বলেন, ভিয়েতনাম ২৬ ভাগ শুল্ক আরোপ কমাতে পেরেছে নেগোসিয়েশনের মাধ্যমে। বাংলাদেশ কেন পারেনি? এর জবাব আমাদেরও চেষ্টার কমতি ছিল না। শেষ পর্যন্ত যদি শুল্ক না কমায় তাহলে কিছু ক্ষেত্রে প্রভাব পড়বে। তবে আলোচনার পথ খোলা আছে এখনো, আশা করি ভালো কিছু হবে।

কালের আলো/এমডিএইচ