ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের এফডিআর জব্দের আদেশ
প্রকাশিতঃ 5:47 pm | July 07, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক হামিদুল হকের ৪০ কোটি টাকার এফডিআর জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ( ৭ জুলাই) এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জর্জ মো. জাকির হোসেন গালিব।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, পূবালী ব্যাংকে হামিদুল হকের চারটি হিসাবে ১০ কোটি টাকা করে এফডিআর রয়েছে। এ বিপুল পরিমাণ অর্থ জব্দে দুদকের পক্ষে আবেদন করেন সংস্থার সহকারী পরিচালক নওশাদ আলী।
আবেদনে বলা হয়, হামিদুল হক ও তার স্বার্থ সংশ্লিষ্টরা এসব টাকা উত্তোলন, হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।
এর আগে গত ২১ এপ্রিল হামিদুল হক ও তার স্ত্রী নূছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।
২০২২ সালের শেষদিক থেকে ডিজিএফআইয়ে মহাপরিচালকের দায়িত্বে ছিলেন মেজর জেনারেল হামিদুল হক। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত অগাস্টে তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর ১২ সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
কালের আলো/এমডিএইচ