চট্টগ্রামে ছেলের বিয়ে থেকে আ. লীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রকাশিতঃ 5:24 am | July 05, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

চট্টগ্রাম ক্লাবে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের এক নেতার ছেলের বিয়ের অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ করেছে একদল ছাত্র-জনতা। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ১১টায় শুরু হওয়া বিক্ষোভ চলতে থাকে রাত ১টা পর্যন্ত। এ সময় বিয়েতে আসা বিভিন্ন গাড়ি তল্লাশি করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে কোতোয়ালি থানা পুলিশ।

জানা যায়, শুক্রবার রাতে চট্টগ্রাম চট্টগ্রাম ক্লাবে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জাহেদুল হকের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে ছাত্র-জনতা। এ সময় তারা চট্টগ্রাম ক্লাব থেকে বের হওয়া প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করতে থাকেন।

এক বিক্ষোভকারী বলেন, প্রশাসন যদি দায়িত্বশীলভাবে কাজ করত, তাহলে আমাদের এই অবস্থানে আসতে হতো না। জাহেদুল হক একজন চিহ্নিত আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে একাধিক  মামলা রয়েছে। প্রশাসন এতদিনে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাই সে প্রকাশ্যে ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছে। আমরা চাই, তাকে আইনের আওতায় আনা হোক।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ছেলের বিয়েতে এক আওয়ামী লীগ নেতার অংশ নেওয়ার খবরে একদল লোক বিক্ষোভ করেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।

কালের আলো/এসএকে