এক ভাইকে বাঁচাতে পানিতে নামল আরেক ভাই, প্রাণ গেল দু’জনেরই
প্রকাশিতঃ 3:25 pm | July 04, 2025

ঠাকুরগাঁও প্রতিবেদক, কালের আলো:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ ঘটনা।
মৃত দুইজন হলেন সোহান আলী (৭) ও সিয়াম হোসেন (৬)। সোহান ওই এলাকার সফিউল ইসলামের ছেলে ও সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে। তারা দু’জনেই চাচাতো ভাই।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে তারা বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিলেন। হটাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে যান সিয়াম। তাকে বাঁচাতে পুকুরে ঝাপ দেন সোহান আলী। তবে দু’জনের কেউই বেঁচে ফিরতে পারেনি।
স্থানীয়রা জানান, সিয়াম ও সোহান হাফেজি মাদ্রাসায় একসঙ্গে পড়াশোনা করতেন। শুক্রবার মাদ্রাসা ছুটি তাই বাড়িতে এসেছিলেন দুই ভাই। সকালে ঘুম থেকে উঠে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দু’জনের মৃত্যু হয়। পরিবারের স্বজনরা টের পেয়ে মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুটি পরিবারে। কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে পুরো গ্রামজুড়ে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কালের আলো/এসএকে