ছুটির দিনে বাড়িতে এসে প্রাণ গেল ২ ভাইয়ের
প্রকাশিতঃ 11:43 am | July 04, 2025

ঠাকুরগাঁও প্রতিবেদক, কালের আলো:
ছুটির দিনে বাড়ি এসেছিল দুই চাচাতো ভাই সোহান আলী (৭) ও সিয়াম হোসেন (৬)। সকাল বেলায় খেলছিল বাড়ির পাশের পুকুরপাড়ে। হঠাৎই পা পিছলে পানিতে পড়ে যায় ছোট ভাই সিয়াম। তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ঝাঁপ দেয় বড় ভাই সোহান। কিন্তু ভাগ্য সহায় হয়নি। ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ হারায় সোহানও।
শুক্রবার (৪ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
সোহান আলী ওই গ্রামের সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে। তারা দুজন চাচাতো ভাই এবং স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
পরিবার সূত্রে জানা গেছে, দুই শিশুর বাবা ঢাকায় কাজ করেন। ছুটির দিন হওয়ায় বৃহস্পতিবার তারা মাদ্রাসা থেকে বাড়িতে আসে। পরদিন সকালে ঘুম থেকে উঠে খেলতে বের হয়। খেলতে খেলতে এক সময় পুকুরে গিয়ে নামে তারা। সিয়াম পা পিছলে পড়ে গেলে তাকে তুলতে গিয়ে সোহানও ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে দুজনের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে বাড়িতে আনেন।
সোহানের নানা গনা মোহাম্মদ বলেন, আমার নাতি বলত, আমি মারা গেলে জানাজা পড়াবে। আজ আমার সেই নাতিরই জানাজা পড়তে হলো।
নিহতদের মাদ্রাসার শিক্ষক বলেন, সোহান ও সিয়াম দুজনই অত্যন্ত ভদ্র ও নামাজি ছিল। মাদ্রাসার সব শিক্ষক তাদের ভালোবাসতেন। তারা মাদ্রাসায় নূরানী বিভাগে প্রথম শ্রেণিতে পড়তেন। এমন মৃত্যুতে আমরা সবাই শোকাহত ও বাকরুদ্ধ।
নিহতদের দাদি মাহমুদা বলেন, তারা তো ছিল আমাদের চোখের মণি। দুই ভাইয়ের একটি করে সন্তান। এখন তো সবই শেষ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গেছে। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা।
কালের আলো/এমডিএইচ