ফিডের দাম বেশি হওয়ায় ক্ষুদ্র খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন: প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রকাশিতঃ 10:18 pm | June 28, 2025

টাঙ্গাইল প্রতিবেদক, কালের আলো:

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, বিদ্যুতের ও ফিডের দাম বেশি হওয়ায় ক্ষুদ্র খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কাজেই এসবের দাম কমানো জরুরি। বড় বড় কোম্পানি হয়তো কন্টাক্ট ফার্মিং নিয়ে কাজ করতে পারবে। কিন্তু ক্ষুদ্র খামারিরা একেবারেই নিঃস্ব হয়ে যাচ্ছেন। এ নিয়ে মন্ত্রণালয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। এ ব্যাপারে সরকার অবগত রয়েছে।

শনিবার (২৮ জুন) বিকেল ৬টার দিকে টাঙ্গাইলে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণে করণীয় নিরাপদ খাদ্য সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, নদী-নালা খাল-বিলে ও হাওরে যেসব মাছ পাওয়া যায়, তা রক্ষা করার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। সব চেয়ে বেশি সমস্যা হচ্ছে নিষিদ্ধ জালের ব্যবহারের কারণে। এতে শুধু মাছ নয়, জলজ সব প্রাণীই ধ্বংস হয়ে যাচ্ছে। যারা এসব জাল ব্যবহার করে মাছ ধরছেন তাদের নৌ পুলিশ ও কোস্টগার্ড আটক করছে। কিন্তু যেখানে জাল উৎপাদন হচ্ছে আমরা সেসব কারখানাগুলোও ধরতে চাই।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মিজানুর রহমান, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম এ রশীদ, ব্যুরোর ময়মনসিংহ বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক ইস্তাক আহাম্মেদ, উবিনীগের পরিচালক সীমা দাশ সিমু প্রমুখ।

কালের আলো/এমডিএইচ