ইসলাম খেলাধুলার ব্যবস্থা করেছে শুধু ট্রফি অর্জনের জন্য নয় : মাসুদ
প্রকাশিতঃ 7:50 pm | June 28, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ইসলাম আপনাকে খেলাধুলার ব্যবস্থা করে দিয়েছে এই জন্য নয় যে আপনি শুধু একটা ট্রফি অর্জন করবেন। মুমিনদের গোপন তিনটি রহস্যের মধ্যে একটি হচ্ছে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া।
শনিবার (২৮ জুন) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় ডাক্তার বাড়িতে শাহবাগ মানব কল্যাণ সংস্থার আয়োজিত এক ক্রীড়াসামগ্রী বিরতণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ক্রীড়া পরিদপ্তর ও জেলা প্রশাসন ঢাকার সৌজন্যে এবং পল্টন নাগরিক ফোরামের সভাপতি মো. ওবায়দুল্লাহর তত্ত্বাবধানে প্রাপ্ত এ ক্রীড়াসামগ্রী বিরতণ করা হয়।
মাসুদ বলেন, আপনারা দাওয়াতি কাজ করেন। দিনের দাওয়াত মানুষের কাছে নিয়ে যান; আপনার জীবনের যা আরাম করার দরকার তার চেয়ে বেশি আপনি করে ফেলছেন এখন আরাম করা বাদ দিতে হবে। আপনার আরাম করা আল্লাহ নিষেধ করেননি, প্রয়োজনীয় আরাম করতে বলেছেন। আপনাকে আরাম করার জন্য পৃথিবীতে পাঠানো হয়নি। আপনাকে পরিশ্রম করার জন্য পাঠানো হয়েছে। আর এই পরিশ্রমের পথ হচ্ছে আল্লার পথ। পরিশ্রমের পথ আল্লার হলে আরামের পথ শয়তানের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শাহবাগ থানার আমির ও শাহবাগ মানব কল্যাণ সংস্থার সভাপতি আহসান হাবীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার ক্রিড়া অফিসার এস আই এম ফেরদৌস আলম।
এছাড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব ব্রাঞ্চ এএএম মাজহারুল ইসলাম, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ও চ্যানেল এস এর ব্যবস্থাপনা পরিচালক সুজিত চক্রবর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কালের আলো/এমডিএইচ