চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

প্রকাশিতঃ 7:46 pm | June 28, 2025

চট্টগ্রাম প্রতিবেদক, কালের আলো:

চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (২৭ জুন) থানার কালুরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন– কুমিল্লার চৌদ্দগ্রামের মো. ফারুক, জায়েদা বেগম, কক্সবাজার সদর উপজেলার ইকবাল হোসেন ও রাঙ্গামাটির রাজস্থালীর প্রদীপ মল্লিক।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একটি সিএনজি ও একটি প্রাইভেটকারে করে মাদক চক্রের কয়েকজন সদস্য কালুরঘাট এলাকা হয়ে পটিয়ার দিকে যাচ্ছেন। এ খবরে শুক্রবার সকালে কালুরঘাট ব্রিজ এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে র‍্যাব সদস্যরা। সন্দেহভাজন দুটি গাড়ি চেকপোস্টের দিকে এলে র‍্যাব সদস্যরা থামার সংকেত দেন। তবে চালকরা সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের তথ্যে সিএনজির পেছনের সিট ও প্রাইভেটকারের ডিকি থেকে বিশেষ কৌশলে রাখা দুটি বস্তা থেকে মোট ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি দুটিও।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, উদ্ধার করা গাঁজার বাজারমূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালের আলো/এমডিএইচ