গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
প্রকাশিতঃ 4:34 pm | June 28, 2025

গাজীপুর প্রতিবেদক, কালের আলো:
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
শনিবার (২৮ জুন) বিকেল ৪টার দিকে শ্রমিকরা মহাসড়কটি অবরোধ করেন। কারখানার শ্রমিককে পিটিয়ে হত্যার গুজবে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
পুলিশ, কারখানার শ্রমিক ও এলাকাবাসী জানায়, কোনাবাড়ী এলাকায় গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানার ভেতর রাত ৩টার দিকে এক যুবক প্রবেশ করেন।
এ সময় কারখানার লোকজন তাকে আটক করে হাত পা বেঁধে পিটিয়ে গুরুতর আহত করেন। সকালে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে তাকে আইসিইউতে নেওয়া হয়। পিটুনিতে আহত ওই যুবক কারখানার শ্রমিক এবং তাকে পিটিয়ে হত্যা করার গুজব ছড়ায়।
বিষয়টি শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকরা বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা কোনাবাড়ী বিসিক এলাকায় গিয়ে বিভিন্ন কারখানার শ্রমিকদের বিক্ষোভ করতে নামিয়ে নিয়ে আসে। এ ঘটনায় কয়েকটি কারখানার ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। একপর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে কোনাবাড়ী থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পিটুনিতে আহত ওই যুবকের পরিচয় জানা যায়নি, তার বয়স আনুমানিক ২৫ বছর।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন আহমেদ জানান, চোর সন্দেহে এক যুবককে কারখানার লোকজন পিটিয়ে আহত করে। এ ঘটনার যে ধরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
কালের আলো/এমডিএইচ