দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৬১৬
প্রকাশিতঃ 8:32 pm | June 27, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৬১৬ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে এক হাজার ৬০ জন।
শুক্রবার (২৭ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করছেন।
তিনি জানান, দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৬১৬ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৬০ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫৫৬ জন। এ ছাড়া অভিযানে বিদেশি পিস্তল, শটগানের কার্তুজসহ অপরাধমূলক কাজে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।
কালের আলো/এমডিএইচ