‌‘ছাত্রলীগ পুনর্বাসনে কাজ করছে শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ’

প্রকাশিতঃ 9:00 pm | June 26, 2025

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কালের আলো:

ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্রলীগের পুনর্বাসনের জন্য কাজ করছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাকিব বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি চালায় নিষিদ্ধ সংগঠনের এই নেতাকর্মীরা। আর এই ছাত্রলীগের পুনর্বাসন করছে ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। বাংলা কলেজের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাকিব ছাত্রলীগের একজন কর্মীকে ছাড়াতে পুলিশের কাছে গিয়েছিলেন।

তিনি প্রশ্ন রেখে বলেন, এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি? তারাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে।

রাকিবুল ইসলাম রাকিব ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার ও ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সবসময় কাজ করে যাচ্ছে।

নতুন সদস্যদের সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা নতুন সদস্য সংগ্রহের জন্য ফরম বিতরণ করেন এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং ছাত্রদলের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

এই কর্মসূচি জবি ক্যাম্পাসে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।

কালের আলো/এসএকে