জামায়াত রাজনীতিতে গঠনমূলক ভূমিকা পালন করবে : শিশির মনির

প্রকাশিতঃ 8:51 pm | June 24, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রাজনীতিতে গঠনমূলক ভূমিকা পালন করবে এটা সবার প্রত্যাশা।

মঙ্গলবার (২৪ জুন) জামায়াতে ইসলামীর প্রতীক ও নিবন্ধন ফিরিয়ে দিয়ে নির্বাচন কমিশনের গেজেট জারির পর তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

আইনজীবী শিশির মনির বলেন, জাতি-ধর্ম-বর্ণ শ্রেণী নির্বিশেষে সবাই একাকার হয়ে জামায়াতে ইসলামীর এই ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হবেন এটাও আমরা প্রত্যাশা করি। সেইসঙ্গে জামায়াতে ইসলামী এখন বাংলাদেশে স্মার্ট, ইফেক্টিভ, ইনোভেটিভ এবং ইনক্লুসিভ রাজনৈতিক এনভায়রনমেন্ট গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এছাড়া সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও জামায়াতের ভূমিকা হবে অনন্য অসাধারণ।

তিনি আরও বলেন, বাংলাদেশের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য জামায়াতে ইসলামী তার সব কর্মকাণ্ড অব্যাহত রাখবে। আশা করি এর মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন নতুন ইতিহাস এবং ঐতিহ্য সৃষ্টি হবে। ইনক্লুসভি রাজনীতি করার ক্ষেত্রে সকলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটাও আমরা প্রত্যাশা করি নতুন প্রজন্মের মানুষদের সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হয়ে অবশ্যই দৃষ্টান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করবেন যা সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।

কালের আলো/এমডিএইচ