জবির শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন

প্রকাশিতঃ 4:43 pm | June 24, 2025

জবি প্রতিবেদক, কালের আলো:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১০১তম সিন্ডিকেট সভায় একমাত্র ছাত্রী হলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। হলের নতুন নাম রাখা হয়েছে— নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল।

মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১০১তম সিন্ডিকেট সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল রাখা হয়েছে।

এর আগে, ৬ ফেব্রুয়ারি খুলে ফেলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্রী হলের নামফলকও। এ সময় নতুন নাম হিসেবে নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হল, ফেলানী ছাত্রী হল, মাহমুদা স্মৃতি হল, রিয়া গোপ ছাত্রী হল নাম রাখার প্রস্তাব দেন শিক্ষার্থীরা।

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন উনিশ শতকের একজন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং দক্ষিণ এশিয়ার প্রথম নারী যিনি ‘নওয়াব’ উপাধিতে ভূষিত হন। তিনি বাংলার নারী শিক্ষা ও কল্যাণে অসামান্য অবদান রাখেন।

কালের আলো/এমডিএইচ