বিমান আছড়ে পড়ে ছাত্রাবাসে, না খাওয়া খাবারগুলো পড়ে আছে টেবিলেই
প্রকাশিতঃ 6:06 pm | June 12, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
ভারতের গুজরাটের আহমেদাবাদে বৃহস্পতিবার দুপুরে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এটি সরাসরি আঘাত হানে সেখানকার বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে। একটি ছবিতে দেখা যাচ্ছে, ছাত্রাবাসের টেবিলে পড়ে আছে না খাওয়া খাবার। ধারণা করা হচ্ছে, যখন বিমানটি বিধ্বস্ত হয় তখন সেখানকার শিক্ষার্থীরা দুপুরের খাবার খাচ্ছিলেন।
আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। যার মধ্যে অন্তত ২৩০ জন ছিলেন সাধারণ যাত্রী। আর বাকি ১২ জন ক্রু। বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে এটির সহ-পাইলট ‘মে ডে কল’ করে সহায়তা চেয়েছিলেন। কিন্তু এর আগেই এটি আছড়ে পড়ে। ফলে পরবর্তীতে বিমানবন্দর কর্তৃপক্ষ যোগাযোগ করলেও পাইলটরা আর কোনো সাড়া দেননি।
বিমানটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আঘাত হানার সঙ্গে সঙ্গে সেখানে বিশালাকৃতির আগুন জ্বলে ওঠে। এরপর বের হতে থাকে কালো ধোঁয়ার কুণ্ডলি।
কী কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল সেটির কারণ খুঁজে বের করতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। সঙ্গে চলছে হতাহতদের উদ্ধারের অভিযান। বিমানটি যেহেতু ছাত্রাবাসে আঘাত হেনেছে তাই বিমানের যাত্রী ছাড়াও সেখানে থাকা অনেক শিক্ষার্থীরও মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন।
সংবাদমাধ্যম নিউজ-১৮ জানিয়েছে, এখন পর্যন্ত ১৩৩ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।
সূত্র: এনডিটিভি, নিউজ-১৮
কালের আলো/এসএকে