ঈদের ছুটিতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা
প্রকাশিতঃ 4:28 pm | May 21, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আসছে কোরবানির ঈদে দীর্ঘ ছুটিতে আমদানি ও রপ্তানি কার্যক্রম যেন ব্যহত না হয়, সেজন্য দেশের সকল কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
টানা দশ দিন সরকারি ছুটি থাকলেও কেবল ঈদের দিন সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে মঙ্গলবার এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুল হাসানের (কাস্টম ও নীতি) সই করা এক আদেশে বলা হয়েছে।
সেখানে বলা হয়েছে, “দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার অভিপ্রায়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হল।”
চাঁদ দেখা সাপেক্ষে ৬ বা ৭ জুন কোরবানির ঈদ হওয়ার কথা রয়েছে। এবার ঈদ ঘিরে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার।
কালের আলো/এমডিএইচ