সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার বিষয়ে বিবেচনা করছে সরকার: অর্থ উপদেষ্টা

প্রকাশিতঃ 1:52 pm | May 20, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো: 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন‍্য মহার্ঘ ভাতা দেওয়া হবে কিনা তা বিশেষভাবে বিবেচনা করছে সরকার।

এ বিষয়ে একটি কমিটি কাজ করছে বলেও জানান অর্থ উপদেষ্টা।

আজ মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি।

কালের আলো/এসএকে