৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিতঃ 5:17 pm | May 18, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আজ সন্ধ্যা ৬টার পর থেকে আগামী ৭২ ঘণ্টায় তিন বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে এমন সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। রোববার (১৮ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি. মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মি. মি./২৪ ঘণ্টার এর বেশি) বৃষ্টিপাত হতে পারে।

সোমবার (১৯ মে) এর পূর্বাভাস
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (২০ মে) এর পূর্বাভাস
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

বুধবার (২১ মে) এর পূর্বাভাস
রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (২২ মে) এর পূর্বাভাস
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কালের আলো/এমডিএইচ