খুলনায় তারুণ্যের সমাবেশ শুরু

প্রকাশিতঃ 5:15 pm | May 17, 2025

খুলনা প্রতিবেদক, কালের আলো:

খুলনায় বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে তরুণদের ঢল নেমেছে।

শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সমাবেশ কেন্দ্র করে বেলা ১১টার পর থেকে খুলনা ও বরিশাল বিভাগের নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেন। সমাবেশ শুরুর আগে মাঠ কানায় কানায় ভরে যায়।

নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে আশপাশের সড়ক।

তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

কালের আলো/এএএন