কাজে ফেরাতে ১ সপ্তাহের বেতন ও রেশন দেওয়া হচ্ছে চা শ্রমিকদের
প্রকাশিতঃ 6:20 pm | May 07, 2025

সিলেট প্রতিবেদক, কালের আলো:
সিলেটের কয়েকটি চা-বাগানের আন্দোলনরত শ্রমিকদেরকে কাজে ফেরাতে আপাতত এক সপ্তাহের বকেয়া বেতন ও রেশন পরিশোধ করা হবে। বৃহস্পতিবার (৮ মে) চা শ্রমিকদেরকে এই এক সপ্তাহের বেতন দেওয়া হবে। ফলে শুক্রবার (৯ মে) থেকে চা বাগানে কাজ চালু হবে এবং শ্রমিকেরা নিজ নিজ কাজে ফিরবেন।
বুধবার (৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ।
এর আগে আজ সকাল ১০টায় বাংলাদেশ চা বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন চা বাগানের শ্রমিকদের সঙ্গে আলাপ করেন এবং তাদের দাবিগুলো শুনেন।
চা-বাগানের শ্রমিকদের সাথে আলাপ শেষে আপাতত তাদেরকে এক সপ্তাহের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে টি কোম্পানিগুলো ও বাংলাদেশ টি বোর্ড ১০ লাখ টাকা দিচ্ছেন। বাকীটা জেলা প্রশাসক ব্যবস্থা করে দেবেন। এসব তথ্য জানিয়েছেন, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ।
এদিকে প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আন্দোলনত চা শ্রমিকেরা। বিষয়টি নিশ্চিত করেছেন চা শ্রমিক নেতা সোহাগ ছত্রী।
তিনি বলেন, ‘সমাধান হয়েছে। বৃহস্পতিবার সকল চা শ্রমিকদেরকে আপাতত এক সপ্তাহের বেতন দিবেন। শুক্রবার থেকে চা বাগান খুলে দেওয়া হবে। যে পাতাটা তোলা হবে তা বিক্রি করে পরবর্তী বেতন দ্রুতই পরিশোধ করার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। সবাই মেনে নিয়েছেন এবং কর্মে ফিরবেন।’
গত ৪ মে ২০ সপ্তাহ ধরে বকেয়া রেশন ও বেতন পরিশোধ, বুরজান চা বাগান মালিকের লিজ বাতিসহ ১১দফা দাবিতে আম্বরখানা- এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন সিলেটে বুরজান, ছড়াগাং, কালাগুল বাগানের চা শ্রমিকেরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠিয়ে রাস্তা ছাড়লেও আগামী ৩দিনের মধ্যে সকল দাবি মানতে সময়সীমা বেধে দেন চা শ্রমিকেরা। চা শ্রমিকদের নিয়ে সৃষ্ট এ সমস্যা সমাধানের জন্যই আজ বুধবার সিলেটে এসেছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।
কালের আলো/এএএন