স্টেগেন নয়, চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাসিকোতে খেলবেন শেজনি

প্রকাশিতঃ 2:41 pm | May 04, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে লা লিগায় শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। ম্যাচে দীর্ঘ সাত মাস পর মাঠে নেমে চমৎকার পারফরম্যান্স উপহার দিয়েছেন জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ এবং এল ক্লাসিকোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে গোলবারের নিচে দেখা যাবে পোলিশ গোলরক্ষক ভয়চেক শেজনিকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই নিশ্চিত করেছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা। আর তার কয়েকদিন পরই এল ক্লাসিকোতে মাঠে নামবে তারা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে ব্যাপক পরিবর্তন এনেছিলেন ফ্লিক। ভায়াদোলিদের বিপক্ষে মূল একাদশে নয়টি পরিবর্তন আনেন তিনি।

এতে তরুণদের খেলতে নামানোর সুযোগ হলেও, ফ্লিক খেলোয়াড়দের নিয়ে আস্থা হারাচ্ছেন না, ‘আমি হতাশ নই। এত পরিবর্তনের পর খেলোয়াড়দের জন্য খেলা সহজ নয়। ওরা তরুণ। আমি ওদের উপর বিশ্বাস রাখি। কিছু ভুল হয়েছে, দ্রুত কনভার্শনেও সমস্যা ছিল। তবে আরাউহো, ক্রিস্টেনসেন এবং টের স্টেগেন ভালো খেলেছে।’

স্টেগেন ফিরলেও চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ আর এল ক্লাসিকোয় তার খেলা হবে না। হ্যান্সি ফ্লিক সংবাদ সম্মেলনে বললেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ইন্টার মিলান আর এল ক্লাসিকোয় আমাদের গোলকিপার ভয়চেক শেজনি। স্টেগেনকে ফিরে পেয়ে খুব ভালো লাগছে।’

ম্যাচে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে রাফিনিয়া ও ফারমিন লোপেজের গোলে ম্যাচে ফেরে বার্সা। কোচ ফ্লিক এই দুই খেলোয়াড়ের পারফরম্যান্সে সন্তুষ্ট। রাফিনিয়ার গোলের প্রশংসা করার পাশাপাশি ফারমিনকে নিয়ে ইঙ্গিত দিয়েছেন ইন্টার মিলানের বিপক্ষে শুরুর একাদশে থাকার সম্ভাবনার কথা, ‘ফারমিন এমন একজন খেলোয়াড়, যাকে যেকোনো সময় শুরুর একাদশে রাখা যায়। সে বিভিন্ন পজিশনে খেলতে পারে। আমাদের লক্ষ্য ছিল তিন পয়েন্ট পাওয়া, সেটি অর্জিত হয়েছে। মিশন সম্পন্ন।’

লা লিগায় এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ৭। আজ রিয়াল মাঠে নামবে সেল্টা ভিগোর বিপক্ষে। আর পরবর্তী রাউন্ডে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হবে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো। তার আগে বার্সার সামনে ইন্টার মিলান পরীক্ষাও হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ।

কালের আলো/এসএকে