নিজেকে আরো তৈরি করে নিতে চাই

প্রকাশিতঃ 11:45 am | February 20, 2025

বিনোদন প্রতিবেদক, কালের আলো:

সফলতাকে তালুবন্দি করতে সময় নেননি তানজিম সাইয়ারা তটিনী। মাত্র কয়েক বছরের পথচলায় পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। ২০১৯ সালে যাত্রা; মডেল হয়েছেন বহু বিজ্ঞাপনে। পরের বছর ‘তাকদীর’ ওয়েব ধারাবাহিকে প্রথম অভিনয় করেন।

তবে তাকে বেশি পরিচিতি এনে দেয় ২০২২ সালে অভিনীত ‘সুহাসিনী’ নাটক। এর পর থেকেই অভিনেত্রীর নামের সঙ্গে এ বিশেষণ জুড়ে দেওয়া হয়।

এবার ভালোবাসা দিবসের নাটকে অভিনয় করে এবারও প্রশংসিত হচ্ছেন তানজিম সাইয়ারা তটিনী। এরই মধ্যে তিনটি নাটক এসেছে, আরো দুটি আসবে শিগগিরই।

তটিনীর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।

ভালোবাসা দিবসের নাটকগুলো থেকে কেমন সাড়া পাচ্ছেন?

মহিদুল মহিম ভাইয়ের ‘ভালোবাসা সোল্ড আউট’ বেশ সাড়া ফেলেছে। প্রথম দিনেই ১৫ লাখের বেশি মানুষ নাটকটি দেখেছে ইউটিউবে। দারুণ সব মন্তব্যও পাচ্ছি।

এবার ভালোবাসা দিবসে একটা কাজ নিয়ে খুব আশাবাদী ছিলাম—ভিকি জাহেদ ভাইয়ের ‘সেদিন ছিল শুক্রবার’। ১৮ ফেব্রুয়ারি আই স্ক্রিনে মুক্তি পেয়েছে। ইউটিউবে চ্যানেল আই প্রাইমেও এসেছে নাটকটি। দর্শক খুব একটা দেখছেন না, এতে আমি কিছুটা হতাশ হয়েছি। অনেক দিন ধরে ভক্তরা অভিযোগ করছিলেন, শুধু রোমান্টিক নাটকে অভিনয় করি।

এখন একটা অন্য রকম গল্পে অভিনয় করলাম, কিন্তু মানুষের ভালোবাসা পেলাম না। আজ (গতকাল) ‘চলতে চলতে’ নামের আরেকটি নাটক মুক্তি পাওয়ার কথা। এটাও মহিদুল মহিমের নির্মাণ, আমার সহ-অভিনেতা ফারহান আহমেদ জোভান। এটি দর্শক পছন্দ করবেন। কারণ তারা আমাকে এই ধরনের গল্পে প্রায়ই দেখেন। ১২ ফেব্রুয়ারি ‘তোমায় পাব কি’ নামের আরেকটি নাটক এসেছিল। এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ নাটকটি দেখেছেন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। এবার আরো কয়েকটি নাটক আসার কথা ছিল। স্পন্সর জটিলতায় সেগুলো পিছিয়েছে। নির্মাতারা জানিয়েছেন ঈদে আসবে।

কয়েক মাস ধরেই স্পন্সর জটিলতার কথা বলছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।

যারা নাটকে নিয়মিত স্পন্সর করতেন রাজনৈতিক কারণে তাদের অনেকে এখন সরে দাঁড়িয়েছেন। মানতে খারাপ লাগলেও সত্যি, কেউ যেন পকেট থেকে টাকা বের করতেই চাচ্ছেন না। যতদূর জানি, প্রযোজনা প্রতিষ্ঠানগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ভালোবাসা দিবসে আমরা যেমন হতাশ, তেমনি প্রযোজকরাও হতাশ। বছরে আসলে দুটি ঈদ—একটা পহেলা বৈশাখ, আর একটা ভালোবাসা দিবস। এই বিশেষ চারটি উৎসব ছাড়া তো সেই অর্থে নাটক হয় না। এবার তো ভালোবাসা দিবসটা গেল, জানি না ঈদে কী হবে। দ্রুত এই জটিলতার নিরসন হোক—সেটাই চাই।

‘বি মাই ভ্যালেন্টাইন’ নামে সিএমভি থেকে আরেকটা নাটক এসেছে আপনার ও জোভানের। সেটা নিয়ে কিছু বললেন না তো?

কী বলেন! এই নামে তো আমি কোনো নাটক এবার করিনি। উম…হ্যাঁ, মনে পড়েছে। এটা আরো এক বছর আগের নাটক। নাম ছিল ‘একটাই তুমি’। গত ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল। এবার তাহলে নাম পরিবর্তন করে নতুন করে প্রকাশ করেছে। দেখুন, এটা কিন্তু দর্শকের সঙ্গে প্রতারণা। ‘একটাই তুমি’ এরই মধ্যে এক কোটি ৮০ লাখবার দেখা হয়েছে। তাহলে আবার কেন ভিন্ন নাম দিয়ে মুক্তি দিতে হবে! এসব নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আগেও কথা বলেছি, লাভ হচ্ছে না।

ঈদের নাটকের শুটিং শুরু করেছেন?

এখনো করিনি। ওই যে বললাম, ভালোবাসা দিবসের অনেক নাটক ঈদে আসবে। ফলে নতুন নাটকের শুটিং খুব বেশি করা হবে কি না বুঝতে পারছি না। ২২ ফেব্রুয়ারি একটা নাটকের শিডিউল দিয়েছি। আর কোনোটার ব্যাপারে এখনই বলতে পারছি না।

অনেকে নাজনীন নীহার সঙ্গে আপনাকে মিলিয়ে ফেলে। নীহার অভিনয় আপনার কেমন লাগে?

হা হা হা। এই কথা শুনতে শুনতে আমাদের অভ্যাস হয়ে গেছে। এমনিতে নীহা খুব মিষ্টি একটা মেয়ে। অভিনয়ের ব্যাপারে ও অনেক সৎ। ডেডিকেশন আছে সেটা বলতে পারি। খেয়াল করলে দেখবেন, ও খুব সিলেক্টিভ কাজ করে। আমি ওর আরো সাফল্য কামনা করছি।

চলচ্চিত্রে অভিনয় করবেন না?

প্রস্তাব তো পাই। তবে আরো সময় নিতে চাই। আগে নিজেকে আরো তৈরি করে নিতে চাই।

কালের আলো/এসএকে