‘বিয়ে করছেন কবে?’, প্রশ্নের জবাব দিলেন পূজা চেরী

প্রকাশিতঃ 3:53 pm | February 17, 2025

বিনোদন প্রতিবেদক, কালের আলো:

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। বর্তমানে কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। অভিনেত্রীর ভক্ত অনুরাগীর সংখ্যা যেমন দিন দিন বাড়ছে, তেমনি বাড়ছে তাকে ঘিরে আগ্রহ-কৌতুহল। পূজার ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনা দেখা যায় অনুরাগীদের মাঝে।

কার সঙ্গে প্রেম কিংবা বিয়ের পিঁড়িতেই বা বসছেন কবে, এমন প্রশ্ন হারহমেশাই উঠে আসে। এবার বিয়ে নিয়ে সোজাসাপ্টা জবাব দিলেন পূজা। জানালেন, আপাতত বিয়ে নয়।

বসন্ত উৎসব উপলক্ষে বর্তমানে তিনি আছেন মালয়েশিয়া।

সেখানে বাংলাদেশের একটি স্যাটেলাইট চ্যানেল তার জন্য নৈশভোজের আয়োজন রাখে। এরপর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পূজা। যেখানে নিজের বিয়ে ও ক্যারিয়ার নিয়ে কথা বলেন। পূজা মনে করেন, অভিনয় ক্যারিয়ারের এখন তিনি সুন্দর সময়ে আছেন।

তাই আপাতত অভিনয়ের প্রতি মনোযোগী থাকতে চান। কাজ করতে চান ভিন্ন ভিন্ন চরিত্রে।

পূজা বলেন, ‘আমি একজন অভিনেত্রী। আমার ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। গণমাধ্যমের বরাতে তারা জানতে চান কবে আমি বিয়ে করছি।

তাদের উদ্দেশে আমি বলব, পূজা এখনই বিয়ে করছে না। বিয়ে করলেই তো জীবনের একটা পার্ট শেষ হয়ে গেল। আগে নিজের ক্যারিয়ার সেটেল করি। তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে। আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই। আমার কাছে মনে হয়, আমি এখনো সেটেল নই। আরও অনেকদূর পাড়ি দিতে হবে, যেতে হবে বহুদূর। বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললে মাঝপথেই তো আটকে গেলাম।’

এরপর প্রবাসীদের উদ্দেশে অভিনেত্রী আরও বলেন, ‘আমাদের সবারই বাংলাদেশকে বেশি বেশি ভালোবাসতে হবে। মনে রাখতে হবে সবার আগে দেশ। তাই দেশের ভালোর জন্য নিজেদের উজাড় করে দিতে হবে।’

‘ভালোবাসার রং’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। নায়িকা হিসেবে তার প্রথম চলচ্চিত্র রাজ চক্রবর্তীর প্রযোজিত কলকাতার সিনেমা ‘নূরজাহান’। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। সর্বশেষ রায়হান রাফীর ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’তে দেখা গেছে পূজাকে।

কালের আলো/এসএকে