সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করলেন রাষ্ট্রপতি
প্রকাশিতঃ 9:20 pm | March 25, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাতীয় প্যারেড স্কোয়ারে আয়োজিত সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি ও সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদ।
সোমবার (২৫ মার্চ) বিকেলে রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে আয়োজিত এ প্রদর্শনী পরিদর্শন করেন তিনি।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সম্মিলিতভাবে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী এ সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
আরো পড়ুন:
সপ্তাহব্যাপী সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি প্রদর্শনীস্থলে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ও সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান।

এর পর সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন এবং সমরাস্ত্রগুলো পরিদর্শন করেন রাষ্ট্রপতি।
আরো পড়ুন:
বঙ্গবন্ধুর জীবন্ত সেই স্মৃতির সামনে অপলক প্রধানমন্ত্রী, আবেগ উদ্দীপ্ত সেনাপ্রধান
এর আগে রাষ্ট্রপতি মঞ্চে অবস্থান গ্রহণের পর আন্তঃবাহিনী বাদক দল জাতীয় সংগীত পরিবেশন করে। পরে বিমানবাহিনীর যুদ্ধবিমান ফ্লাই পাস্ট এবং বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস ছত্রীসেনাদের মনোমুগ্ধকর প্যারাট্রুপিং উপভোগ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন।
সাত দিনব্যাপী এ সমরাস্ত্র প্রদর্শনী স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এর আগে রোববার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে ফিতা কেটে, বেলুন উড়িয়ে ৭ দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, আগামী ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে এ প্রদর্শনী। অপরদিকে ৩০ মার্চ দুপর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সর্বসাধারণের পাশাপাশি স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং ৩১ মার্চ দুপর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের পরিবারবর্গ ও তিন বাহিনী পরিচালিত স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য সমরাস্ত্র প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
এ প্রদর্শনীতে তিন বাহিনীর ৫৯টি স্টল রয়েছে। যার মধ্যে সম্মিলিত বাহিনীর পাঁচটি স্টল আছে।
কালের আলো/এমএইচএ